হ-বাংলা নিউজ: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য একটি ‘রোডম্যাপ’ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা অতীতের সব পেছনের ঘটনা ভুলে গিয়ে জাতি হিসেবে কীভাবে একসাথে এগিয়ে যাব, সেই পরিকল্পনা তৈরি করি।”
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি মন্তব্য করেন, “আর কোনো বিভাজন চলবে না। জাতির সব স্তম্ভকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতে হবে। যখন একটি জাতি ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদের সম্মান করে। কিন্তু যখন জাতি বিভক্ত হয়ে পড়ে, তখন তাদের মাথার ওপর স্থায়ী মাতব্বরি চলে এবং জাতির ক্ষতির পরিমাণ বাড়ে। আমাদের এখন বড় প্রয়োজন ঐক্যের।”
শফিকুর রহমান আরও বলেন, “আমরা অতীতে দল বা ধর্মের ভিত্তিতে বিভক্ত ছিলাম—এগুলো আমরা ভুলে যাই। আমাদের এই প্রিয় দেশে জন্মগ্রহণ করা প্রত্যেক নাগরিক, যিনি যে ধর্মেই হোন, যে দলেরই সমর্থক হন বা নির্দলীয় হন, তিনি এ দেশের গর্বিত নাগরিক। রাষ্ট্র সকল নাগরিককে যে অধিকার দিয়েছে, তা তাদের করুণা হিসেবে নয়, তাদের অধিকার হিসেবে দিতে হবে। এই অধিকার প্রাপ্তির জন্য রাজনীতিবিদরা এবং সাংবাদিকরা সংগ্রাম করছেন।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, যে ব্যক্তি বা জাতি অতীতে কামড়াকামড়ি করে, সে পেছনে পড়ে থাকবে। যারা এগিয়ে যেতে চায়, তাদের সামনে দেখতে হবে। তাই আসুন, অতীতের পচা অংশ পেছনে ফেলে দিয়ে জাতি হিসেবে সামনে কীভাবে এগোব, সেই পরিকল্পনা তৈরি করি।”
শফিকুর রহমান বলেন, “ছাত্রজনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে জাতি জেগে উঠেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই জাগ্রত জাতিকে সাফল্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য দিনরাত পরিশ্রম করা।” তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান চাইছে এবং যে সব কিছু দলের ওপর করা হয়েছে, তা ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান ও গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দিন মানিক, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও বক্তব্য দেন।
