লিটল ঢাকায় “চাঁদ রাত” উদযাপন! স্থানীয় প্রবাসীদের মধ্যে আনন্দের আবহ।

হলিউড বাংলা নিউজঃ আগামী ৯ই এপ্রিল মঙ্গলবার  রাতে সিটি অব আর্টেশিঁযার লিটল ঢাকা রেস্টুরেন্টের পার্কিংলটে উদযাপিত হতে যাচ্ছে “চাঁদ রাত”! স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের ঈদ পূর্ব মুহুর্তের আনন্দ উপভোগ করার জন্য প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই চাঁদ রাত। শেষ রমজানের ইফতারি, ঈদ কেনাকাটার জন্য শাড়ী গহনার বাহারি স্টল, স্থানীয় ও ভিনদেশী শিল্পীদের মনোমুগ্ধকর নাচ গান চলবে মধ্যরাত পর্যন্ত। লিটল ঢাকার চাঁদ রাত কে ঘিরে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে এক উৎসবের আবহ পরিলক্ষিত হচ্ছে। চাঁদ রাত উদযাপন কমিটির আহবায়ক জনাব রফিকুল হক রাজু আমাদের জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আয়োজকরা আশা করছেন লিটল ঢাকার এবারের এই চাঁদ রাত উদযাপন অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগম হবে। ইতিমধ্যে অনেকেই চাঁদ রাত উদযাপন করতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজক কমিটি স্থানীয় প্রবাসী বাংলাদেশী সকলকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার সাথে তা  উপভোগ করার জন্য উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *