হলিউড বাংলা নিউজঃ লংবীচের ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বিশেষ করে বৃহত্তর লস এঞ্জেলেস এলাকার বাংলাদেশী আমেরিকান কমিউনিটির নিকট একটি জনপ্রিয় উৎসব। প্রতিবছর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বন্দর নগরী হিসেবে খ্যাত “লংবীচ” সিটিতে প্রশান্ত মহাসাগরের তীরে অনুষ্ঠিত হয়ে থাকে এই ঘুড়ি উৎসব।
“প্যাসিফিক কাইট ক্লাব অব ক্যালিফোর্নিয়া” এর আয়োজক। প্রতি বছর এই অত্যাসন্ন ঘুড়ি উৎসবকে ঘিড়ে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। লোকজন পরিবার পরিজন নিয়ে সাগর পারের মনোরম পরিবেশে ঘুড়ি উড়িয়ে আনন্দে মাতোয়ারা হয়। ঘুড়ি উড়ানোর পাশাপাশি দেশী বিদেশী শিল্পীদের মন মাতানো গানের পরিবেশনা, দেশীয় পন্যের দোকানে কেনাকাটা, আগত অতিথিদের মাঝে এক বিমোহিত আবহের সৃষ্টি করে। এ বছরেও এর ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঘুড়ি উৎসবের সুচনাকারী দুই বন্ধু জনাব সাইদ আবেদ নিপু ও ওমর হাসান মামুন। গত শুক্রবার সিটি অব আর্টেশিয়ার লিটিল ঢাকা রেস্টুরেন্টে প্যাসিফিক কাইট ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে ২০২৪ এর ঘুড়ি উৎসব অনুষ্ঠানের তারিখ ঘোষনা করে তারা একথা বলেন। উল্লেখ্য, এ বছর ১৮ই আগস্ট রোজ রবিবার অনুষ্ঠিত হবে লংবীচ ঘুড়ি উৎসব। ইফতার মাহফিল অনুষ্ঠানে লংবীচ কাইট ফেষ্ঠিভালের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মোধ্য উল্লেখযোগ্য হলেন জনাব মিকাইল খান, নিজাম ইসলাম, রেজাউল করিম রেজা, সুলতান শাহরিয়ার বাবু, কায়সার আহমেদ, সায়েম আহমেদ, ইমন হাসান, নূর আলম, পারভেজ হাওলাদার, খায়রুজামান মামুন, ওমর হাসান মামুন, সাইদ আবেদ নিপু প্রমুখ।
