হলিউড বাংলা নিউজঃ গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, মুক্তচিন্তায় বাধা ও ভোটাধিকার হরণ এখন বাংলাদেশের শান্তিপ্রিয় নিরিহ জনমানুষের জন্য এক দূর্ভাগ্যজনক বাস্তবতা। অতীতে স্বাধীন বাংলাদেশের মানুষ এমন দৃশ্য অবলোকন করেনি কখনো। বিরোধীমত দমনে ফ্যাসিস্ট সরকার দানবীয় রুপ ধারণ করেছে যা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী দেশপ্রেমী বাংলাদেশী কমিউনিটির সচেতন মহল।তাদের মোধ্য অন্যতম হলো সচেতন লস এঞ্জেলেস বাংলাদেশী কমিউনিটি। প্রিয় মাতৃভুমির এই ক্রান্তিলগ্নে তাই তারা তাদের প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব বার ব্যাংকের একটি অডিটরিয়ামে। সেখানে গত ০৮ই জানুয়ারী, ২০২৪ তারিখে চার্চ অব সাইন্টলজি অব দ্যা ভ্যালি, নর্থ হলিউডের একটি অডিটরিয়ামে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীনতা এবং সংবাদ পত্রের স্বাধীনতায় চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ডঃ শহীদুল আলম এবং জনাব মুশফিকুল ফজল আনসারী (গেষ্ট স্পিকার)। উপস্থিত ছিলেন- স্থানীয় কংগ্রেসম্যান বার্ড শেরম্যান অফিসের ‘মাঠ প্রতিনিধি’ শিয়ান রিগান।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডঃ জয়নাল আবেদিন এবং সভাটি পরিচালনা করেন জনাব এম ওয়াহিদ রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- আফজাল শিকদার, মাহফুজুর রহমান, রেজা শাহনেওয়াজ, জিয়া ইসলাম, ক্যাপ্টেন রেজা, জিয়াউর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল বাছিত, বদরুল আলম চৌধুরী শিপলু, দেওয়ান আজমল প্রমূখ।
আলোচনা সভায় ড. শহিদুল আলম তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, সরকার তার নিয়ন্ত্রত বাহিনী দিয়ে দেশে ভয়ের রাজত্ব কায়েম রেখেছে। নির্বাচনের আগে বিরোধীদের ফাঁসানোর লক্ষে পুলিশ সরাসরি যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছে, আমরা সেই ভিডিওগুলি আমরা দেখিয়েছি- অথচ দোষ চাপানো হয়েছে অন্যের উপর। সেজন্য অনেকে জেলে নেওয়া হয়েছে এবং তারা এখনও জেলে আছে।সভায় বক্তব্য প্রদান কালে প্রবাসী বাংলাদেশীদের প্রিয় মাতৃভূমির আজকের এই দুর্দশা নিয়ে চিন্তা ও ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে স্বতস্ফুর্ত ভাবে।
