জাঁকজমক পূর্ণ পরিবেশে জালালাবাদ এসোসিয়েশনের ২০২৪-২৫ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।

হলিউড বাংলা নিউজঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নর্থরিজ কলেজের একটি অডিটরিয়ামে গত রবিবার জালালাবাদ এসোসিয়েশান ইনক(ক্যালিফোর্নিয়া শাখা) এর নব নির্বাচিত কমিটির এক অনাড়ম্বর অভিষেক সম্পন্ন হয়েছে। অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত রায়হান এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন নতুন কমিটিকে সুস্বাগতম জানান।

পরে নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জনাব শিপার চৌধুরী।

এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসে এর কমার্শিয়াল কনসাল জেনারেল এস এম খোরশেদ আলম ও নিউইয়র্ক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম ও সম্পাদক লায়েক আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। শপথ শেষ হলে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ কমিটির সকল সদস্যবৃন্দকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আনন্দমেলা কমিটি, বিজয় বহর, ওসমানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, মুসলিম উম্মাহ, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ আরো অনেক সংগঠন। অন্যান্য কার্যক্রমের মোধ্য আরো ছিল নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে উত্তরীয় প্রদান করা হয় এবং নবনির্বাচিত সকল সদস্যবৃন্দের স্ত্রীদেরকেও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন।

প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যেও জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে লোকসমাগম ছিল চোখে পরার মত।সফল ব্যবসায়ী ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম ও উদিয়মান কমিউনিটি নেতা সাধারণ সম্পাদক লায়েক আহমেদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আগত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিউনিটির জন্য ভাল কিছু করার মানসে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে পরিবেশিত সুস্বাদু রকমারি খাবারের সঙ্গে ছিল মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন মিমি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *