হলিউড বাংলা নিউজঃ ইন্টারন্যাশনাল মিডিয়া আর্টস করপোরেশন, ইউএসএ এর তত্ত্বাবধানে গত ১০ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল দুটি( জাহানারা ও রেডিও) স্বল্পদৈর্ঘ্য বাংলা ছবির প্রদর্শনী। মানুষের বাস্তব জীবন ভিত্তিক ছবি “জাহানারা” এবং ৭ই মার্চ/মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি “রেডিও” দুটি দেখার জন্য লস এঞ্জেলেস ও এর আশেপাশের প্রবাসি বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ নর্থ হলিউডের চার্চ অব সাইন্টজলির হলরুমে উপস্থিত হয়েছিলেন।উপস্থিত দর্শকরা ছবি দুটি দেখার পর তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ছবি গুলির গুনগত মান, গল্প এবং অভিনয় সবকিছুরই যেন যথাযথভাবে মেলবন্ধন ঘটেছে। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে অনুরুপ ছবি নির্মানে বাংলা ছবির সংশ্লিষ্ট ব্যাক্তিরা আরো উৎসাহ দেখাবেন। লস এঞ্জেলেস প্রবাসীদের মোধ্য ছবি দুটি নিয়ে একটু বাড়তি উত্তেজনা কাজ করেছে, কারণ ছবি দুটির সংগে সরাসরি সম্পৃক্ততা রয়েছে লস এঞ্জেলেসের’ই দুই জনপ্রিয় ব্যাক্তিত্ব জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী(রেডিও ছবির প্রযোজক) ও অপরজন হলেন সাজিয়া হক মিমি(জাহানার ছবির নাম ভুমিকায় অভিনয় করেছেন)। উল্লেখ্য, সাজিয়া হক মিমি লস এঞ্জেলসের প্রবাসী কমিনিটির একজন জনপ্রিয় ব্যাক্তিত্ব, তিনি একাধারে একজন অভিনয় শিল্পী, উপস্থাপিকা, কন্ঠশিল্পী ও রাজনীতি সচেতন মানুষ। কিছুদিন আগে চিনি লস এঞ্জেলেসে কোরিয়া নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। আর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও লস এঞ্জেলসের বাংলাদেশী কমিউনিটির একজন অবিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বিশেষ করে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তার বিরাট অবদান। ছবি দুটির সাথে তাদের স্বমহিমায় দেখতে পেরে লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীরা আরো একবার গর্বিত হলো তাদের নিয়ে।
