হলিউড বাংলা নিউজঃ জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে
নবগঠিত কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন জনাব আব্দুল মুনিম ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব লায়েক আহমেদ।
গত সোমবার ডিসেম্বর ৪, বলিউড ইন্ডিয়ান রেস্টুরেন্ট শারমান অক্সে নব গঠিত কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব শিপার চৌধুরী, নির্বাচন কমিশনার জনাব নজরুল আলম ও নির্বাচন কমিশনার জনাব লিপন চৌধুরী রিপন। এই সময় উপস্হিত ছিলেন ইনকামিং কমিটির নেতৃবৃন্দ, আউট গোয়িং কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ ও জালালাবাদ কমিউনিটির বিভিন্ন ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসে একটি অতি জনপ্রিয় সামাজিক সংগঠন। আশা করা যায় নবগঠিত এই কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরো সুগঠিত হবে এবং কমিউনিটির কল্যাণে আরো শক্তিশালী ভূমিকা রাখবে।
