হলিউড বাংলা নিউজঃ নতুন আত্ম প্রকাশিত ক্রীড়া সংগঠন বিএসএফসি’র পরিচিতি অনুষ্ঠান ও কেরাম টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল গত ২৪শে নভেম্বর শুক্রবার। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব বুয়েনা পার্কের লাক্সর ব্যাঙ্কুয়েট হলে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হল এই আয়োজন। কেরাম টুর্ণামেন্টে অংশ নেওয়া প্রতিযোগীগণ ছাড়াও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজন এতে অংশগ্রহণ করেন।
সারাদিন ব্যাপী ধরে চলা কেরাম টুর্নামেন্টিতে প্রতিযোগীদের মোধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে পুরুষ বিভাগে শেষ হাসি হেসেছে কামরুল ভূইয়া ও শাহেদ আলম জুটি(চ্যাম্পিয়ন), রানার্সআপ ইঞ্জিঃ শহিদ আলম ও খায়রুজ্জামান মামুন জুটি। মিক্সড বিভাগে চ্যাম্পিয়ন কামরুল ভূইয়া ও আফরুজা লিজা জুটি এবং রানার্সআপ আসাদ জামান রাসেল ও আসমা বেগম জুটি। কেরাম টুর্নামেন্টের সবছেয়ে আলোচিত বিষয় ছিল শহীদ আলম ও খায়রুজ্জামান মামুন জুটির রানার্সআপ হওয়া নিয়ে। নবাগত এই দুই প্রতিযোগী সবাইকে অবাক করে দিয়ে অসাধারণ নৈপুন্যের মাধ্যমে অনেক ভাল মানের জুটিকে পর্যুদস্ত করে ফাইনালে পৌছে যায় যা সবাইকে আশ্চর্যান্বিত করেছে। অসাধারন নৈপুন্য দেখানোয় কামরুল ভূইয়ার সঙ্গে যৌথভাবে খায়রুজ্জামান মামুনকে MVP (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) ঘোষনা করা হয়।
কেরাম টুর্নামেন্ট শেষে উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের জন্য এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, বিএসএফসি’র নতুন কেবিনেট সদস্যগণ হলেন জনাব কামরুল ভূইয়া(সভাপতি), শহিদ রহমান(সহ সভাপতি), রশনি আলম (সাধারণ সম্পাদক), আফরোজা লিজা (কোষাধ্যক্ষ), আহসান হক দিপু (সদস্য), ইফতেখার মাহমুদ(সদস্য), সোহেল খান(সদস্য), মাকসুদা ইয়াসমিন(সদস্য), আসাদ জামান(সদস্য)।
