গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যাক্তি, অস্বস্তিতে বাংলার বিজয় বহর।

হলিউড বাংলা নিউজঃ নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন কে নিয়ে অস্বস্তিতে পড়েছে বাংলার বিজয় বহর। অতীত কর্ম কান্ডের জন্য এমনিতেই তিনি লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বেশ বিতর্কিত। আর এখন বাংলার বিজয় বহরের সভাপতি নির্বাচিত হয়ে শুরু করেছেন বেপরোয়া কর্মকান্ড। চেয়ারম্যান, কনভেনর, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করার বিষয়টি এখন স্পস্ট হচ্ছে ক্রমাগত। আত্মপ্রচারণায় কাজে লাগানোর জন্য নিচ্ছেন একক উদ্ভট সিদ্ধান্ত যা বাংলার বিজয় বহরের ভাবমূর্তিকে মারাত্মক ভাবে ক্ষুন্ন করছে। কিছুদিন আগে লিটল ঢাকাতে নিজের পছন্দমত কিছু বিতর্কিত ব্যাক্তিবর্গকে ডেকে এনে নিয়েছেন ব্যাক্তি সংবর্ধনা। অথচ সেখানে উপস্থিত ছিলেন না বিজয় বহরের চেয়ারম্যান, কনভেনর সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা। শুধু তাই নয়, লস এঞ্জেলেসের আশেপাশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ব্যবহার করেও নিজের প্রচারণায় ব্যস্ত তিনি। তার এই ফাঁদে অনেক সহজ সরল, ভাল মানুষকেও না বুঝে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ইসমাইল হোসেনের এই সকল ব্যাক্তিস্বার্থ মুলক কর্মকান্ডে বিরক্ত হয়ে সিনিয়র নেতৃবৃন্দ (যেমন জয়নুল আবেদিন, মোসলেম খান সহ আরো অনেকেই) নিস্ক্রিয় ভুমিকা পালন করছেন। হলিউড বাংলা নিউজ অনুসন্ধান করে জানতে পেরেছে, ইসমাইল হোসেন বাংলার বিজয় বহরের পদ ব্যবহার করে তার ব্যাক্তিস্বার্থে করা অনুষ্ঠানের খরচ মেটাতে ইতিমধ্যে চাঁদা আদায় করছেন বিভিন্ন জনের কাছ থেকে। যার কোন হিসাব কমিটির কাছে দিচ্ছেন না তিনি। বাংলার বিজয় বহরের একজন গুরুত্বপূর্ণ নেতা আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে বলেছেন, ইসমাইল হোসেনের সমন্বয়হীন এ সকল কার্যকলাপ বাংলার বিজয় বহরের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করছে মারাত্মক ভাবে। অনতি বিলম্বে যদি তার এই লোক দেখানো ও সমন্বয়হীন কার্যকলাপ বন্ধ না হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। বাংলার বিজয় বহর দীর্ঘদিন যাবত লস এঞ্জেলেসে সুনামের সহিত তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। বাংলাদেশের বিজয় দিবসকে বিদেশের মাটিতে উদযাপনের জন্য বিজয় বহরের আয়োজনে প্রতি বছর যে মোটর শোভাযাত্রা অনুষ্টিত হয় তা কমিউনিটিতে অত্যন্ত প্রশংসিত আয়োজন।আর এইরকম ভালমানের অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি পদে ইসমাইল হোসেনের মত বিতর্কিত একজন ব্যাক্তির নাম দেখে বিস্মিত হয়েছেন কমিউনিটির বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *