হলিউড বাংলা নিউজঃ এক বর্ণিল এবং আনন্দঘন পরিবেশে গত ৮ই অক্টোবর রবিবার অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশীদের অন্যতম জনপ্রিয় উৎসব “লংবীচ ঘুড়ি উৎসব ২০২৩”।বিগত দশ বছর যাবত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব লংবীচে প্রশান্ত মহাসাগরের তীরে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে এই ঘুড়ি উৎসবটি।
এবার ছিল এর দশ বছর পূর্তি। এই দশ বছর পুর্তির ঘুড়ি উৎসবটিকে ঘিরে প্রবাসি বাংলাদেশিদের মোধ্য দেখা গেছে উৎসবের আমেজ। অনুষ্ঠানের দিন দুপুর থেকেই প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে আসতে শুরু করেন। কিছুক্ষনের মোধ্যেই প্রশান্ত মহাসাগরের তীরের অনুষ্ঠানস্থলটি হয়ে ওঠে কোলাহলপূর্ণ। নানা রঙের বর্ণিল ঘুড়িতে যেন ছেয়ে যায় রৌদ্রজ্জল নীল আকাশ। অনুষ্ঠানে আগত অতিথিরা যেন হারিয়ে যায় শৈশবের মাঠে প্রান্তরে ঘুড়ি ওড়ানোর সেই দিন গুলিতে। দশ বছর পুর্তির লংবীচ ঘুড়ি উৎসবটিকে স্বরণীয় করে রাখতে দর্শক মনোরঞ্জনের জন্য নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতের (প্রমিথিউস) গায়ক বিপ্লব কে। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের( সাদিয়া রহমতুল্লাহ সিমি, কাবেরি রহমান, হাফিজুর রহমানএপোলো, মাহফুজ চৌধুরী) পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক ইয়াশ ওডালি গানের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। আমন্ত্রিত অতিথিদের সম্মানে দুপুরের খাবার পরিবেশন করেন কর্তৃপক্ষ। প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। এছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, “লংবীচ ঘুড়ি উৎসব” এর মুল আয়োজক প্যাসিফিক কাইট ক্লাব ক্যালিফোর্নিয়া। অনুষ্ঠানে আগত অতিথিদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্যাসিফিক কাইট ক্লাবের সভাপতি জনাব সাইদ আবেদ নিপু ও সাধারণ সম্পাদক ওমর হাসান মামুন। ২০২৩ লংবীচ ঘুড়ি উৎসব যাঁদের অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দের মোধ্য অন্যতম হলেন জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী(চেয়ারম্যান), জিয়া ইসলাম(কো-চেয়ারম্যান), জনাব মিখাইল খান (কনভেনর), উপদেষ্টা মন্ডলির মোধ্য জনাব ইশতিয়াক চিশতি, শওকত আলম, জাহেদুল মাহমুদ জামি, মাসুদ রব চৌধুরী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারহানা আলম রানা ও সাজিয়া হক মিমি।
