ইউ এস বাংলা এসোসিয়েশান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হলিউড বাংলা নিউজঃ গতকাল সন্ধায় ঢাকা কিচেন রেস্টুরেন্টে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় ইউ এস বাংলা এসোসিয়েশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ইউ এস বাংলা এসোসিয়েশান কে তার বর্তমান সুনাম ধরে রেখে আগামীদিনে আরো গঠনমুলক ও সমাজকল্যাণ মুলক কাজ দিয়ে কিভাবে কার্যকর অবদান রাখা যায় সে ব্যাপারে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে ইউ এস বাংলা এসোসিয়েশান এর কার্যকরি পরিষদ আগামী দিনে করণীয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মোধ্য উল্লেখযোগ্য হল প্রিয় মাতৃভূমি বাংলাদশের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থাকরণ কল্পে টিউবওয়েল স্থাপন প্রকল্প অচিরেই বাস্তবায়ন করা। এই প্রকল্প বাস্তবায়ন প্রস্তাবটি সর্বসম্মতি ক্রমে বৈঠকে পাশ হয়েছে। উল্লেখ্য, ইউ এস বাংলা এসোসিয়েশান দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু উদার এবং মানবিক প্রবাসী বাংলাদেশীদের দ্বারা ২০১৯ সাল থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ইউ এস বাংলা এসোসিয়েশনের বর্তমান কার্যকরি কমিটির নেতৃবৃন্দগন হলেন জনাব ইফতেখার মাহমুদ(সভাপতি), জনাব নিজাম ইসলাম(সাধারণ সম্পাদক), জনাব কায়সার আহমেদ( উপদেষ্টা), জনাব ইসমাইল হোসেন(উপদেষ্টা), জনাবা রশনি আলম(উপদেষ্টা), জনাব আহসান আহমেদ দিপু( উপদেষ্টা), জনাব সজীব ইফতি(উপদেষ্টা), জনাব কামরুল ভূইয়া( উপদেষ্টা), জনাব খায়রুজ্জামান মামুন( বোর্ড অব ডিরেক্টর)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *