খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ আগামী ২৯শে জুলাই মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব (MVSC) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন পিকনিক। উদ্যোগতারা জানিয়েছেন আসন্ন পিকনিকে প্রধান আকর্ষন হিসেবে থাকবে দাবা ও লুডু প্রতিযেগীতা টুর্নামেন্ট। বিজয়ীদের জন্য থাকবে বিশেষ ট্রফি ও নগদ অর্থ পুরষ্কার।
এছাড়াও বিভিন্ন রকমের বিনোদনমুলক আইটেম, শাড়ী, গহনার দোকান। ফ্রি লাঞ্চ থাকবে পিকনিকে আগত অতিথিদের জন্য। পিকনিক আয়োজকদের অন্যতম আল মাসুক, ফজলুল হক মিন্টু, পলাশ রহমান, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন সবাইকে ২৯শে জুলাই পিকনিকে অংশগ্রহন করার উদাত্ত্ব আহ্বান জানিয়েছে। 17801 Lake Perris Blvd. Perris, CA 92571, এই ঠিকানায় সকাল ১১টা থেকে সন্ধা পর্যন্ত চলবে পিকনিক টি।
