হলিউড বাংলা নিউজঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারের প্রবাসী বাঙালিদের অন্যতম জনপ্রিয় সংগঠন ইউএস বাংলা এসোসিয়েশান এর উদ্যোগে সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউপির ভেটখালী তাহেরাবাদ নামকস্থানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সামর্থহীন মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয় ৷ শনিবার (১ জুলাই) সকাল ১১ টায় ১১৫টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইউ এস বাংলা এসোসিয়েশান মুলত একটি মানব/সমাজ সেবা মুলক একটি সংগঠন। সংগঠনটি ইতিমোধ্যো তাদের সেবামুলক কর্মকান্ডের দ্বারা স্থানীয় প্রবাসী বাংঙ্গালীদের মোধ্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় এবারে ঈদুল আযহায় ইউএস বাংলা এসোসিয়েশান আরো একটি মহতি প্রকল্প সম্পাদন করল। সংগঠনটির কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় প্রবাসী অনেকেই এতে অর্থ সাহায্য প্রদান করেছেন। ইউএস বাংলা এসোসিয়েশানের পক্ষ হতে অর্থ সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করা হয়। উল্লেখ্য, সংগঠনটির কর্মকর্তাবৃন্দরা হলেন জনাব ইফতেখার মাহমুদ(সভাপতি), জনাব নিজাম ইসলাম(সাধারণ সম্পাদক), জনাব কায়ছার আহমেদ( উপদেষ্টা), ইসমাইল হোসেন(উপদেষ্টা), আহসান হক দিপু(উপদেষ্টা), কামরুল ইসলাম ভূইয়া(উপদেষ্টা), সজীব ইফতি(উপদেষ্টা), রশনি আলম(উপদেষ্টা), মোঃ হোসেন রচি, খায়রুজ্জামান মামুন(বোর্ড অব ডিরেক্টর)।
