ক্যালিফোর্নিয়ার সিটি অব প্যারিসে অনুষ্ঠিত হবে “লালন মেলা”!

খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ ফকির লালন, লালন সাঁই, ফকির লালন শাহ এরকম আরো কত উপাধির অধিকারী। তিনি ছিলেন একাধারে সাধক, গায়ক, গীতিকার, সুরকার, ফকির, দার্শনিক। মনের অজান্তে লালনের গান গুনগুন করে গায় না এমন বাঙ্গালী খুঁজে পাওয়া ভার। গ্রাম বাংলার আনাচে কানাচে তো বটেই, দেশের বাইরে প্রবাসিদের মোধ্যও রয়েছে লালন শাহ’র গানের ব্যাপক জনপ্রিয়তা।

সাত সমুদ্র তের নদীর ওপারে সুদুর ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারের প্যারিস শহরে বিগত কয়েক বছর ধরে আয়োজন করা হচ্ছে লালন মেলার। তারই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা সেই “লালন মেলা”। আগামী ৩০শে জুলাই রবিবার সিটি অব প্যারিসের Bob Glass Gym, 101 N D Street Perris, CA 92570. এ সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন আয়োজনে উদযাপিত হবে এই লালন মেলা। বাংলাদেশ থেকে আগত প্রতীক হাসান, শামীম হাসান ও রেশমি মির্জা এবং স্থানীয় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে নাচ গান, দেশীয় ঐতিহ্যের বিভিন্ন রকম বাহারি খাবারের স্টল, শাড়ি গহনার দোকান থাকবে অতিথিদের কেনা কাটার সুবিধার্থে। মেলার আয়োজকদের অন্যতম মোঃ রহমান রাজু দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সকল প্রবাসি বাঙ্গালীদের লালন মেলায় আসার সবিনয় আহ্বান জানিয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *