ইংল্যান্ডে প্রবাসী বাংলাদেশী তাহমিনা খান এর আজীবন সম্মাননা পদক লাভ।

হলিউড বাংলা নিউজঃ ইংল্যান্ডের কার্ডিফে বসবাসরত প্রবাসী বাংলাদেশী তাহমিনা খানকে সমাজসেবা ও নারী অধিকার বিষয় নিয়ে কাজ করার জন্য আজীবন সম্মাননা প্রদান করেছে “এথনিক মাইনরিটি ওয়েলস উইমেন এচিভমেন্ট এসোসিয়েশান”(EMWWAA). নামের স্থানীয় একটি সংগঠন। সুদীর্ঘ দিন ধরে কার্ডিফে বসবাসরত তাহমিনা খান মুলত দক্ষিন এশিয়ার সুবিধা বঞ্চিত নারীদের অধিকার ও পূনর্বাসন নিয়ে কাজ করে থাকেন। আর এই কাজ করতে গিয়ে তিনি তার পরিশ্রম, মেধা ও স্বদিচ্ছা দিয়ে বহু নারীর জীবন বদলে দিয়েছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে তার অসমান্য ত্যাগের ফলস্বরুপ তিনি পেলেন এই অনন্য স্বীকৃতি।

গত মে মাসে ইংল্যান্ডের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জুলি মর্গ্যান এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাহমিনা খাঁনের হাতে তুলে দেন মুল্যবান এই আজীবন সম্মাননা পদক। পদক পেয়ে উচ্ছসিত তাহমিনা খান এক প্রতিক্রিয়ায় বলেন, তার এই পদক প্রাপ্তি তার কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে এই কাজ আরো বেশী বেশী করার জন্য তিনি অনুপ্রাণিত হলেন। উল্লেখ্য যে, তাহমিনা খান আমেরিকার লস এঞ্জেলেসে স্বনামধন্য জেসমিন খান ফাউন্ডেশন এর অন্যতম প্রতিষ্ঠাতা। তাহমিনা খাঁনের অসাধারন এই সাফল্যে জেসমিন খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মুসলেম খান ও ডিরেক্টর জনাব মিখাইল খান তাকে অভিনন্দন জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *