হলিউড বাংলা নিউজঃ লস এঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম সেরা বিনোদনমূলক অনুষ্ঠান “আনন্দমেলা”। প্রতিবছর প্রবাসি বাঙ্গালীদের জন্য এই মেলা একটি মিলন মেলায় রুপ নেয়। বাংলাদেশ থেকে আগত একঝাঁক তারকা শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দের সবমন্বয়ে দুইদিন ব্যাপী বিনোদনমুলক আনন্দমেলার এই মহাযজ্ঞে লস এঞ্জেলেস ও এর আশেপাশের এলাকার হাজারো প্রবাসী বাংলাদেশীদের বাধভাঙ্গা উচ্ছাস দেখা যায়।
কমিউনিটির বিশিষ্টজন, রাজনীতিবিদ, সমাজসেবক, ইলেক্ট্রনিটিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমেরিকার মুলধারার রাজনীতিবিদ, কংগ্রেস ওম্যান জুডিচু, লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পীদের মোধ্য মোশারফ করিম, সাজু খাদেম, জিয়াউক হক পলাশ, ফারিয়া, কেয়া পায়েল, মন্দিরা, নির্মাতা রেদোয়ান রনি, কন্ঠ শিল্পী প্রতীক হাসান সহ সবার মনোমুগ্ধকর পারফরমেন্স দর্শকদের মনোরঞ্জনে যেন অন্যমাত্রা যোগ করেছিল। দুইদিনের পুরো অনুষ্ঠানটি প্রানবন্তভাবে উপস্থাপনা করেন বাংলাদেশের বিশিষ্ট উপস্থাপিকা নীল হুরেজাহান ও মিটুন চৌধুরী। দর্শকদের চাহিদা অনুযায়ী মেলায় কেনাকাটার জন্য বাহারি রকমের স্টল বরাদ্দ ছিল যথেষ্ট পরিমানে। সুদীর্ঘ দিন ধরে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়ে আসা আনন্দমেলার সভাপতি মোঃ আলী খান মেলায় আগত সবাইকে এবং আনন্দমেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দকে মেলা সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আনন্দ মেলার চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরীও মেলার সফলতার জন্য সতুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্বল তারকা এস আই টুটুলকে আনন্দমেলার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
