নেইবারহুড কাউন্সিল নির্বাচনে লড়ছেন বাংলাদেশী সাজিয়া হক মিমি।

হলিউড বাংলা নিউজঃ সাজিয়া হক মিমি।বাংলাদেশী আমেরিকান নাগরিক। দীর্ঘদিন যাবত ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বসবাস করে আসছেন। তার রয়েছে নানাবিধ পরিচয়।তিনি একাধারে একজন সমাজ সেবিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় উপস্থাপিকা, ও রাজনীতি সচেতন মানুষ। তিনি তার সুদুর প্রসারী ইতিবাচক উচ্চাকাঙ্খাকে আরো বহুদুর নিয়ে যাওয়ার লক্ষে এবার স্থানীয় নেইবারহুড কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী মে মাসের ৪ তারিখ বৃহস্পতিবারের এই নির্বাচনে তাকে বিজয়ী করতে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতি তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন।নির্বাচনে ভোট প্রদান করতে নিন্মোক্ত ঠিকানায় যেতে হবে। বিস্তারিত তথ্য পেতে বা এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন সাজিয়া হক মিমির সাথে।আমেরিকার লস এঞ্জেলসের  লিটল বাংলাদেশ এলাকার উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে (WCKNC) নির্বাচন  অনুষ্ঠিত হবে ।ভোট গ্রহন হবে লস এঞ্জেলস পাবলিক লাইবেরীতে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত । ঠিকানা : 694 south oxford ave, La , Ca 90005.

এই নির্বাচনে আমি সাজিয়া হক (SHAZIA HOQ) প্রতিদ্বন্দ্বিতা করছি একজন প্রার্থী হিসেবে । যারা লিটল বাংলাদেশে এলাকায় থাকেন তারা যে কেউ ভোট দিতে পারবেন আইডি থাকলে । প্লিজ আমাকে ভোট দিবেন আশা রাখি । আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি । 

Please Vote for me. I am running for Wilshire Center Koreatown Neighbourhood council Election (WCKNC) as a candidatee . Voting will take place on May 4th Thursday from 2pm-8pm at Los Angeles Public library. Anyone who lives in little Bangladesh area can vote with  their id . I need your help & support. Please don’t forget to vote.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *