হলিউড বাংলা নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম শিপলুর নর্থ হলিউডের বাসভবনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের বিপুল নেতা কর্মি সহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগন উপস্থিত ছিলেন। ইফতারের বেশ খানিক আগে থেকেই আমন্ত্রিত অতিথিরা এসে জড়ো হতে থাকেন এবং এর একটু পরেই ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি আমন্ত্রিত অতিথিদের উদ্যেশ্যে এক স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার স্বাগত বক্তৃতায় ইফতার মাহফিলে যোগদানকৃত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম ওয়াহিদ রহমান তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অসুস্থ্য দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদার জিয়ার সুসাস্থ্য কামনা ও দেশনায়ক জনাব তারেক রহমানে দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের সমাপ্তি টানা হয়। এরপর অতিথিদের সম্মানে ইফতার পরবর্তী খাবার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মোধ্য উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি জনাব আঃ বাছিত, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সৈয়দ নাসের জেবুল, লায়েক আহমেদ, মুজিব সিদ্দিকী, জয়নাল আবেদিন, ইসমাইল হোসেন, কাজী মশহুরুল হুদা, লস্কর আল মামুন, আঃ হান্নান প্রমুখ।
