হলিউড বাংলা নিউজঃ লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাফলার এক্সিকিউটিভ সদস্যগন সহ সকল পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিকেল ৬:৩০মিঃ এর দিকে সকলেই বাফলার লস এঞ্জেলেস কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। ইফতার পূর্ব সময়ে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাফলার আমত্রণে সবাই উপস্থিত হওয়ার জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বাফলার সভাপতি জনাব জিয়া ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন ও সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রাজু। অন্যান্যের মোধ্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন জনাব মাহবুব খান, শামছুদ্দিন মানিক, বদরুল আলম চৌধুরী শিপলু, রানা হাসান মাহমুদ, কায়সার আহমেদ, সায়েদুল হক সেন্টু, ইলিয়াস শিকদার, এম ওয়াহিদ রহমান, মশহুরুল হুদা, খায়রুজ্জামান মামুন, লস্কর আল মামুন, আবুল হাসান রায়হান প্রমুখ।
