ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অযোগ্য, এটা বাতিল করতে হবে

হ-বাংলা নিউজ: জনগণের নিরাপত্তার জন্য নয়, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে শাসকশ্রেণির নিরাপত্তার জন্য। এর মাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। এই আইন নিবর্তনমূলক। এটি পুরোপুরি বাতিল করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, নামে ডিজিটাল হলেও এই আইন পশ্চাৎগামী৷ এই আইন নাগরিকের সাংবিধানিক অধিকার হরণ করছে৷

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, এই আইনে আটক ব্যক্তিদের মুক্তি এবং নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত ও বিচারের দাবিতে এই ‘ছাত্র জনতার সমাবেশে’ সভাপতিত্ব করেন আনু মুহাম্মদ। শিক্ষক, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক, গবেষক ও ছাত্রনেতারা এতে বক্তৃতা করেন। বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *