কানাডায় তুষারঝড়ে বিদ্যুৎ বিপর্যয়, দুজনের মৃত্যু

হ-বাংলা নিউজ: কানাডার পূর্বাঞ্চলে তুষারঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে আঘাত হানা এ ঝড়ে গাছপালা উপড়ে বিভিন্ন সড়ক ও বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর পড়ে। এতে প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কানাডার জনবহুল দুই প্রদেশ কুইবেক ও অন্টারিওতে তুষারঝড় আঘাত হানে। আবহাওয়াজনিত সতর্কসংকেত প্রত্যাহারের পর কুইবেকের অর্থ ও জ্বালানিমন্ত্রী পিয়েরে ফিৎজগিবন এক সংবাদ সম্মেলনে বলেন, মন্ট্রিয়ল লন্ডভন্ড হয়ে গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।ঝড় থেমে গেলেও স্থানীয় লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন এলাকা এড়িয়ে চলাচল করারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, বরফে ঢাকা গাছগুলো উপড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গত বুধবার অন্টারিওতে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে স্থানীয় এক বাসিন্দা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মন্ট্রিয়ল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি এলাকায় গাছের ডালের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স প্রায় ৬০। ওই ব্যক্তি নিজের বাড়ির আঙিনায় থাকা গাছটির ডাল কাটার চেষ্টা করছিলেন।ঝড়ের পর কিছু বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যার সময়ও প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। গাছপালা উপড়ে পড়া এবং বরফ জমার কারণে বৈদ্যুতিক লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।১৯৯৮ সালের তুষারঝড়ের পর এটি কুইবেকে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *