ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে নবীনবরণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মহাখালীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ কে এম মোশাররফ হুসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শিক্ষকদের যেমন যথাযথ দায়িত্ব পালন করতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

উপাচার্য অধ্যাপক আবদুর আউয়াল খান বলেন, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. লুৎফর রহমান। সৈয়দা ভূমিকা মাহমুদ ও আফসানা রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অলি আহাদ ঠাকুর, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের চেয়ারপারসন আবু নাঈম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন আবদুল বাসেদ মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *