নানা আয়োজনে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ রশিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী, ছয়টি শাখার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরাসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধে৵ পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, সভাপতি ও অধ্যক্ষরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজধানীর বিভিন্ন স্থানে স্কুলটির নিজস্ব প্রশস্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সর্বশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
