সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’ চালু

পথশিশুদের আনন্দদায়ক শিক্ষা দিতে ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’ চালু করেছে বিশ্বজুড়ে স্বনামধন্য ফ্রায়েড চিকেন ব্র্যান্ড কেএফসি। ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে কেএফসি পরিচালনা করে। স্কুলটি পরিচালনায় সহযোগিতা করছে মজার স্কুল ও লিডো।

আগামী ছয় মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালানো হবে। পরবর্তী সময়ে কেএফসি সব কটি আউটলেটে এই স্কুল চালু করার পরিকল্পনা করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রতিদিন সকালে কেএফসির রেস্তোরাঁ পরিণত করা হবে একেকটি ক্লাসরুমে। এখানে শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইংরেজি, গণিত, সৃজনশীল নানা বিষয়, স্বাস্থ্যশিক্ষাসহ জীবনের চলার পথের নানা বিষয় সম্পর্কে শিখতে পারবে। ক্লাস চলাকালে খাবার সরবরাহের পাশাপাশি শিশুদের বই, স্টেশনারি, স্কুল ব্যাগ এবং বিভিন্ন বোর্ড গেমও সরবরাহ করছে কেএফসি।এই উদ্যোগের বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘কেএফসি স্বপ্নের পাঠশালা একটি দীর্ঘমেয়াদি প্রকল্প, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের জীবন পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করা। আমরা মনে করি এই উদ্যোগের মাধ্যমে শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে, যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজের জন্যও কল্যাণ বয়ে আনবে। আমরা মনে করি, পথশিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করে তাদের জীবনে পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *