মেক্সিকোতে ভালোবাসা দিবসে শত শত যুগলের বিয়ে

মেক্সিকোতে বিশ্ব ভালোবাসা দিবসে শত শত যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকো রাজ্যে এ গণবিয়ের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় ১ হাজার যুগল। এক পৌর কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে মেক্সিকো রাজ্যটির অবস্থান। এটি মেক্সিকোর ৩২ রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল। গত অক্টোবরে মেক্সিকো রাজ্যও সমলিঙ্গের বিয়ের অনুমোদন দেওয়া হয়। মেক্সিকোতে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া সবশেষ রাজ্য এটি। এর মধ্য দিয়ে পুরো মেক্সিকোতেই সমকামী বিয়ে বৈধতা পায়।এক পৌর কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার যতগুলো বিয়ে হয়েছে তার মধ্যে ৩৫টি সমকামী বিয়ে ছিল। ২৪ বছর বয়সী তরুণী সারাই ভারগাস ২৭ বছর বয়সী তরুণী ইয়াজমিন অ্যাকোস্টাকে বিয়ে করেন।

সারাই বলেন, ‘আমাদের ১৪ ফেব্রুয়ারি দেখা হয়েছিল। এ কারণে এ তারিখটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মেক্সিকো রাজ্যে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ কারণে আমরা খুশি। চলতি বছর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।’গণবিয়ের আয়োজনে অংশ নেওয়া যুগলদের চুলসজ্জা ও রূপসজ্জা ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *