হলিউড বাংলা নিউজঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রথম বারের মত দক্ষিণ কেলিফোর্নিয়ার সিটি অফ প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল স্পোর্টস ডে। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন মরেনো ভ্যালি স্পোর্টস ক্লাব(MVSC)। সারাদিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল কেরাম প্রতিযোগিতা, মহিলাদের জন্য লুডু প্রতিযোগিতা সহ ছোট ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন। ছেলেদের ডাবল এবং মেয়েদের সিঙ্গেল এই ফরমেটের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী প্রবাসী লোকজন অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগিতা বিজয়ীরা হলেন কেরাম প্রতিযোগিতায় কামরুল ভূইয়া এবং শাহেদ রহমান জুটি চ্যাম্পিয়ন, মুন্না এবং সজিব জুটি রানার্সআপ এবং তৃতীয় স্থান অধিকার করেন ফজলু ফকির এবং পাশা আব্দুল্লাহ। আর মহিলাদের লুডু প্রতিযোগিতায় সাবেরা প্রথম স্থান অধিকার করেন এবং নার্গিস হন রানার্সআপ এবং এর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন ডঃ রুবি হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব মঞ্জুর মোল্লা, সাইদুর রহমান, মোঃ জিল্লুর রহমান, সৈয়দ বাবু, জি এম বাবুল এবং শহীদ মিটু। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রকমের খাবারের দোকান, জুয়েলারি এবং খেলাধুলা সামগ্রীর বিভিন্ন রকমের স্টল বরাদ্দ ছিল। স্পোর্টস ডে টুর্নামেন্টে আগত অতিথিরা সারাদিন ধরে চলা এই অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করেন। এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক জনাব আল মাসুক আমাদের জানান আগামীতে তারা আরও ব্যাপক পরিসরে, ব্যাপক আকারে এই অনুষ্ঠানটি আয়োজনের প্রচেষ্টা চালাবেন। অনুষ্ঠানটিতে সহযোগিতা মুলক মনোভাব দেখিয়ে যারা স্বতঃস্ফূর্ত ভাবে অবদান রেখেছেন তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। সবশেষে একটি উন্মুক্ত রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্র এর প্রথম পুরস্কার ছিল একটি ৪৩” টিভি, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল বাইসাইকেল বীচ ক্রুজার, এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল ৬টি হলিউড টুর টিকেট। মরেনোভেলী স্পোর্টস ক্লাবের যেসব কর্মকর্তাগণের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদিত হয়েছে সেই কর্মকর্তা বৃন্দের মধ্যে অন্যতম হলেন আল মাসুক, শামীম আহমেদ, ফজলুল হক মিন্টু, দেলোয়ার হোসেন, পলাশ রাহমান, অতুন, সুমন এবং ফিরোজ।
