হলিউড বাংলা নিউজঃ আগামী ৫ই ফেব্রুয়ারী রবিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব মরেনোভ্যালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্পোর্টস ডে”। ভেন্যু- Bob Glass Gym, 101 N D Street, Perris, CA 92570. দিন ব্যাপী এই আয়োজনে থাকছে কেরাম, লুডু এবং শিশু কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগীতা। সবার প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষনীয় পুরষ্কার। “মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব” এই ভিন্ন ধর্মী আয়োজনের উদ্যোগতা। গতানুগতিক জীবন ধারার বাইরে গিয়ে এমন একটি ভিন্ন ধর্মী আয়োজন কমিউনিটির বাসিন্দাদের মাঝে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইতিমোধ্যে বহু সংখ্যক সদস্য এই প্রতিযোগীতায় অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করে তাদের রেজিষ্ট্রশন করে ফেলেছেন। আর যারা এখনো রেজিষ্ট্রশন সম্পন্ন করেন নাই তারা যেন অচিরেই তাদের রেজিষ্ট্রশন সম্পন্ন করে ফেলেন সে জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক বৃন্দ। সারাদিন ব্যাপী উক্ত আয়োজনে অতিথিদের জন্য থাকবে বিভিন্ন রকমের খাবার দোকান, খেলনা, কাপড়, জুয়েলারি সহ বিভিন্ন রকমের স্টল।থাকবে আকর্ষণীয় রাফেল ড্র। প্রতি সপ্তাহান্তের গদবাধা ফেইসবুক(লোক দেখানো লাইভ) সর্বস্ব ঘরোয়া পার্টি, একই শিল্পীবৃন্দের মামুলি গান শুনতে শুনতে মানুষ যখন ক্লান্ত টিক এই মুহুর্তে এমন একটি প্রাণবন্ত, ভিন্নধর্মী আয়োজন প্রবাসী কমিউনিটি বাসীর মোধ্য প্রানবন্ত আমেজ সৃস্টি করবে নিঃস্বন্দেহে। উল্লেখ্য, ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোগতা “মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব”(MVSC) এবং এর প্রধান কর্মকর্তা বৃন্দের মোধ্য অন্যতম হলেন জনাব আল মাসুক, ফজলুল হক মিন্টু, পলাশ রহমান, দলোয়ার হোসেন, শামীম আহমেদ প্রমুখ। আশা করা যায় আগামী ৫ই ফেব্রুয়ারির এই ইভেন্ট দর্শকদের মনোরঞ্জনে সহায়ক ভূমিকা পালন করবে। টুর্নামেন্টে অংশগ্রহন করতে ইচ্ছুক সকলকে আয়োজকদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
