হ-বাংলা নিউজঃ সুব্রত চৌধুরী-
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিভিন্ন আনন্দ অয়োজনে “ইংরেজি নববর্ষ – ২০২৬” বরণ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
এ উপলক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৫, বুধবার সন্ধ্যা সাতটায় সিটির ২৭০৯ ,ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি।
অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সুধী সমাবেশ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়, কথামালা,কবিতা আবৃত্তি,সংগীত অনুষ্ঠান ও আতশবাজি পোড়ানোর উৎসব ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী ও সংগীত পরিবেশন করবেন আসিফ আনোয়ার।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদেরকে ইংরেজি নববর্ষ বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ।
