লেখক  সাংবাদিক  সুব্রত চৌধুরী কংগ্রেসনাল  প্রোক্লেমেশন  পেলেন

সংবাদদাতা-

        হ-বাংলা নিউজঃ নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরীকে কংগ্রেসনাল প্রোক্লেমেশন দেওয়া হয়েছে। 

        আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে পরপর তৃতীয় মেয়াদে জয়লাভ করায় নিউজার্সি অঙ্গরাজ্যের দ্বিতীয় কংগ্রেসনাল জেলার কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ সুব্রত চৌধুরীকে এই  কংগ্রেসনাল প্রোক্লেমেশন প্রদান করেন। 

         সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। ছড়াকার, গল্পকারের পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর রয়েছে সদর্প বিচরণ।      

          সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি,ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ এর  সঙ্গে যুক্ত। 

         বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। 

         সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান  হিসেবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *