ভিডিও বার্তায় রাজ জানালেন, পরীকে নিয়ে দুবাইয়ে যাচ্ছেন

দাম্পত্য কলহের জেরে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি পরীমনি ও শরীফুল রাজ।
১৫ জানুয়ারি দুবাইয়ের আজমাইন উইনার স্পোর্টস ক্লাবে বসছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স–যোদ্ধাদের সম্মানিত করতে এ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বেশ কয়েক নির্মাতা, শিল্পীকেও পুরস্কৃত করা হবে।এক ভিডিও বার্তায় শরীফুল রাজ বলেন, ‘আমি ও পরীমনি দুবাইয়ে আসছি।’ চলতি বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে রয়েছেন পরীমনি ও রাজ। শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন পরীমনি। রাজও তাঁর সঙ্গে সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার খোরাক জুগিয়েছেন তাঁরা।এর মধ্যেই শরীফুল রাজের ভিডিও বার্তা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দূরত্ব ভুলে দুজন তাহলে এক হলেন, এমন প্রশ্নই ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এখনো কোনো উত্তর মেলেনি। ১৫ জানুয়ারি হয়তো উত্তর মিলতে পারে।
পরীমনি ও শরীফুল রাজ ছাড়াও ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, রায়হান রাফী, তমা মির্জাসহ একঝাঁক ঢালিউড তারকা এতে অংশ নেবেন। তাঁরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারে ঢাকার বিভিন্ন স্কুলে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ সিনেমাটি ২০ জানুয়ারি মুক্তি পাবে। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয় করে গত বছর আলোচনায় ছিলেন শরীফুল রাজ; চলতি বছরও তাঁর মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *