প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে প্রিয় সত্যজিৎ।ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন ক্যামেল পুরস্কার পেয়েছে ভারতের নবীন নির্মাতা রাহুল কাবালির ফিয়ারলেস ডিল্যুশন। আর মেক্সিকোর চলচ্চিত্র দ্য পিংক লেগুন–এ অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন মনিকা আর্স। আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা ও শিল্পী অপর্ণা সেন।
কানাডার ভ্যাঙ্কুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গত নভেম্বরে প্রিয় সত্যজিৎ–এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। ছবিটি পরে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে; পেয়েছে বিশেষ পুরস্কার।সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ছবিটি সম্পর্কে এর পরিচালক প্রসূন রহমান জানান, এটি সিনেমার অন্তর্জগৎ নিয়ে সিনেমা। পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর নির্মাতা সত্যজিৎ রায়ের প্রভাব ও তাঁদের দিক থেকে অগ্রজ নির্মাতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর গল্প।প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত প্রিয় সত্যজিৎ–এর চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। এতে নবীন নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এ ছাড়া সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ আরও অনেকেই কাজ করেছেন।
