হ-বাংলা নিউজঃ
বরাবর
সম্পাদক/বার্তা সম্পাদক/চীফ রিপোর্টার/হেড অব নিউজ/প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়া/জাতীয় দৈনিক পত্রিকা/অনলাইন মিডিয়া/সংবাদ সংস্থা।
জনাব,
আসসালামু আলাইকুম,
২০ অক্টোবর ২০২৫ ভাষা আন্দোলনের নেতা
অলি আহাদ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী
====================
১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা, চির বিদ্রোহী, আপোষহীন জননেতা, ডেমোক্রেটিক লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অলি আহাদের ১৩ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০ অক্টোবর ২০২৫ খ্রি. শনিবার। এ উপলক্ষে আগামী ২৮ অক্টোবর (২০২৫ খ্রি.) মললবার ঢাকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অলি আহাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
সভায় সভাপতিত্ব করবেন ডেমোক্রেটিক লীগ সভাপতি, অলি আহাদের দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক সহকর্মী, প্রবীণ সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ সাবেক নির্বাহী সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত। এ আলোচনা সভায় অলি আহাদের জীবিত রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের জনগণকে যোগদানের জন্য ডেমোক্রেটি লীগ সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ অনুরোধ জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানের নিউজ কভার করার জন্য আমরা আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা/সংবাদ সংস্থা/টিভি চ্যানেল/অনলাইন মিডিয়া প্রকাশ করে বাধিত করবেন।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
খোকন চন্দ্র দাস
সাধারণ সম্পাদক
ডেমোক্রেটি লীগ কেন্দ্রীয় কমিটি।
