হ-বাংলা নিউজঃ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংগালি মালিকানাধীন কফিশপ ফাস্ট কাপ ক্যাফে উদ্বোধন হবে শনিবার,১ নভেম্বর ২০২৫,বিকাল ৩টায়,২৯-০১,৩৬ এভিনিউ,অষ্টেরিয়া নিউইয়র্ক এ।বিশিষ্ট সমাজসেবক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ও কমিউনিটির সুপরিচিত মোহাম্মদ ইসলাম মামুন অন্যতম পরিচালক সকল প্রবাসীদের অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন ।উল্লেখ্য,আমেরিকান এই ব্যাবসাটি পরিচালনায় রয়েছেন মোহাম্মদ ইসলাম মামুন এর পরিবার এর অন্যান্য সদস্যগন ।
