হ-বাংলা নিউজঃ
খায়রুজ্জামান মামুনঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশীদের অন্যতম জনপ্রিয় মানবিক ও সমাজসেবী মুলক সংগঠন “ইউ এস বাংলা এসোসিয়েশন”।

সংগঠনটি গত ২৭শে সেপ্টেম্বর শনিবার তাদের শুভাকাঙ্খী, বন্ধু বান্ধব, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সম্মানে আয়োজন করেছিল এক এপ্রিসিয়েশন ডিনার এর। সিটি অব সান বার্নারডিনোর একটি অভিজাত বেংকুয়েট হলে (হিলটপ বেংকুয়েট হল) অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিটি অব সান বার্নারডিনোর মেয়র হেলেন ট্রান এবং কাউন্সিলর ও সাবেক মেয়র সিটি অব রেডল্যান্ডস এডি টেহেডা।

জমকালো এই অনুষ্ঠানে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধা পরিবেশিত হয়। অতিথি মনোরঞ্জনের জন্য কবিতা/নাচ/গান এর পরিপূর্ণ সমাহার ছিল উক্ত অনুষ্ঠানে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই পুরো হলরুম পরিপূর্ণ হয়ে ওঠে।

লস এঞ্জেলসের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি’র নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

পরে রাত গড়ানোর সাথে সাথেই অতিথিরা যেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মোধ্যে হারিয়ে গিয়েছিলেন। লস এঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় গায়ক গায়িকা গন (শিল্পী রহমান, কেয়া ইকবাল, এপোলো হাফিজুর রহমান, সাইফউদ্দিন কুতুবি প্রমুখ) গান গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেন। জনপ্রিয় কবিতা আবৃত্তিকার বশির আতহার, নিজাম ইসলাম ও জনাব মনির এর কবিতা অতিথিদের মন ছুয়ে গিয়েছিল। লিলি, তানিশা এবং তাহানার নাচ দর্শক হৃদয় যেন নাচিয়ে তুলেছিল সেই রাতে।

ইউ এস বাংলা এসোসিয়েশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রয়াসে এপ্রিসিয়েশান নাইট এ মেয়রদ্বয় সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট কিছু ব্যক্তিত্বকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় (Sponsored By: Shahid Rahman)। তাদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জনাব শরীফ হাসিবুল, মোহাম্মদ আব্দুল বাছিত, ডাঃ হাসান এবং সাজিয়া হক মিমি। এছাড়াও সেচ্ছাসেবক হিসেবে ইউ এস বাংলা এসোসিয়েশনের জন্য বিশেষ ভুমিকা রাখায় সম্মানিত করা হয়েছে প্রায় বিশ জন সেচ্ছাসেবীকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউ এস বাংলা এসোসিয়েশনের সভাপতি জনাব ইফতেখার মাহমুদ, সাধারণ সম্পাদক জনাব নিজাম ইসলাম, বোর্ড অব ডিরেক্টর জনাব খায়রুজ্জামান মামুন, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ইসমাইল হোসেন, জনাব আহসান হক দিপু, জনাব সজীব ইফতি, জনাব আল মাসুক, এবং জনাব কায়সার আহমেদ।মাতৃভূমি বাংলাদেশ এবং আমেরিকার সামাজিক ও মানবিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার জন্য স্থানীয় ক্রীড়া সংগঠন মরেনোভ্যালী স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ইউ এস বাংলা এসোসিয়েশন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানের এক পর্যায়ে ইউ এস বাংলা এসোসিয়েশনের নেতৃবৃন্দের নিকট সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট হস্তান্তর করেন। অতিথিদের সম্মানে রাতের খাবার পরিবেশন করেন ইউ বাংলা এসোসিয়েশন কর্তৃপক্ষ।
