বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে ঐতিহাসিক সাফল্য: নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুমোদিত হলো বাংলাদেশি মালিকানাধীন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন

হ-বাংলা নিউজ: হলিউড থেকে
বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে ঐতিহাসিক সাফল্য: নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুমোদিত হলো বাংলাদেশি মালিকানাধীন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন

নিউ ইয়র্ক, ৮ আগস্ট ২০২৫ — যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপিত হয়েছে। ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন (NCUA) ৪ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন প্রদান করেছে। নিউ ইয়র্কে এই প্রথম বাংলাদেশি মালিকানাধীন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন পেল — যা গত ৬০ বছরের বাংলাদেশি অভিবাসী ইতিহাসে অন্যতম বড় অর্জন।

এই ঐতিহাসিক সাফল্যের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ কাদের, সিআইপি। তিনি বলেন, “এটি শুধু আমার দলের নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির বিজয়। আমরা প্রমাণ করেছি যে ঐক্যবদ্ধ হলে অসম্ভবকে সম্ভব করা যায়।”

বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন হবে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের দ্বারা — যা আর্থিক স্বনির্ভরতা, বিশ্বাস এবং কমিউনিটির শক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। ইতিমধ্যে সদস্য সংগ্রহ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফাউন্ডার সদস্য হওয়ার পদ্ধতি ঘোষণা, লোগো ও ওয়েবসাইট উন্মোচন করা হবে।

প্রথম পর্যায়ে নিউ ইয়র্ক সিটির পাঁচটি স্থানে শাখা খোলার পরিকল্পনা রয়েছে। এখানে থাকবে চেকিং অ্যাকাউন্ট, সেভিংস, গাড়ি ক্রয়ের ঋণ, ক্রেডিট কার্ড, বাড়ি ক্রয়ের ঋণ এবং মানি ট্রান্সফারসহ নানা সেবা।

মুহাম্মদ কাদের, সিআইপি সব কমিউনিটি নেতা, সামাজিক সংগঠন, মসজিদ, মন্দিরসহ সকলকে এই মাইলফলক প্রতিষ্ঠানে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন — আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *