হ-বাংলা নিউজ: ঢাকা, ১০ আগস্ট — রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে উপলক্ষে বিশেষ সেমিনার। বাংলাদেশ গ্লোবাল গভার্নেন্স ব্যুরো (BDGbG)-এর আয়োজনে এই সেমিনারে মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সেমিনারে বক্তারা বলেন, মানবিক সহায়তা কেবল জরুরি পরিস্থিতি সামলানো নয়, বরং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদা রক্ষার অন্যতম হাতিয়ার। প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত, খাদ্য নিরাপত্তা সংকট এবং বাস্তুচ্যুত মানুষের সহায়তায় মানবিক কর্মীদের ভূমিকা বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত এই দিনে বিশ্বের ১৬৮টি দেশে মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়া হয় এবং বাংলাদেশও তার অংশীদার হিসেবে এগিয়ে আসছে।
সেমিনারে অংশ নেন মানবিক ও উন্নয়নকর্মী, গবেষক, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মীরা।
