হ-বাংলা নিউজ:
ঢাকা, ৭ সেপ্টেম্বর — রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ইয়ুথ বুকফেস্ট ২০২৫। বাংলাদেশ গ্লোবাল গভার্নেন্স ব্যুরো (BDGbG)-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ লেখক, পাঠক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা একত্রিত হবেন।
আয়োজক সূত্র জানায়, উৎসবে বইমেলা ছাড়াও বিভিন্ন সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে তরুণ লেখকদের সাহিত্যচর্চা, ডিজিটাল প্রকাশনা, পাঠাভ্যাস বৃদ্ধি, সাহিত্য ও সৃজনশীলতার নতুন দিক নিয়ে আলোচনা হবে।
উৎসবে দেশের খ্যাতিমান লেখক ও গবেষকরা অংশ নেবেন। এছাড়া আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি হবে আরও বর্ণিল ও তাৎপর্যপূর্ণ।
গ্লোবাল ইয়ুথ বুকফেস্টের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো।
যোগাযোগ:
মোহাম্মদ আজাদ হোসেন
প্রেস ও যোগাযোগ সমন্বয়ক,
