আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যানের উদ‍্যোগে ‘সুহৃদ সমাবেশ’

হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী : গত ৩০ আগষ্ট শনিবার, আটলান্টিক কাউন্টিতে ‘সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন  বিকেলে এগ হারবার সিটির একটি ভেনুতে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমানের উদ্যোগে আয়োজিত এই ‘সুহৃদ সমাবেশ’ এর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচছা বিনিময়, কথামালা,বারবিকিউ, জম্পেস আড্ডা ইত্যাদি। 

আটলান্টিক কাউন্টির কমিশনার,ডেমোক্র্যাটিক দলীয় 
মেয়র , কাউন্সিলর, ডেমোক্র্যাটিক কমিটি পারসনরা সহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেন। 

আটলান্টিক কাউণ্টির বিভিন্ন শহরের ডেমোক্র্যাট দলীয় কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়। 

এই সুহৃদ সমাবেশ এ অংশগ্রহনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডেমোক্র্যাট দলীয় আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ প্রার্থী  কলিন্স এ ডেইস সিনিয়র,আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ, ডেমোক্র্যাটিক কমিটি পারসন ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী  সুব্রত চৌধুরী,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ওয়াল্টার জনসন,আটলান্টিক সিটির প্রাক্তন কাউন্সিলম‍্যান আনজুম জিয়া প্রমুখ। 

বিপুল সংখ্যক ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীর অংশগ্রহনে ‘সুহৃদ সমাবেশ’টি ডেমোক্র্যাটদের মিলনমেলায় পরিনত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *