হ-বাংলা নিউজ:
সুব্রত চৌধুরী-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন বেলাল উদ্দিন , মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ ।গীতা থেকে পাঠ করেন গৌতম নাগ।
অনুষ্ঠানে পঁচাত্তরের পনেরই আগস্ট নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শেখ কামাল মনজু,মোঃ বেলাল হোসেন,
ঝুলন পাল,সিরাজুল ইসলাম,রওশনউদদীন, সারোয়ার হোসাইন সুমন,গফুর মিয়া, সিরাজুল হক, শেখ আমিন,
মুক্তাদির রহমান,আবু নসর, মিজানুর রহমান,আনিসুর রহমান প্রমুখ ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ বাংলাদেশের মানুষ জাতীয় শোক দিবস পালন করতে পারে না। একটি ফ্যাসিস্ট গোষ্টি স্বাধীনতার সূতিকাগার বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে ।আজ বঙ্গবন্ধু প্রেমীরা তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে পারে না। সারা দেশে জাতির জনকের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে। বক্তারা এসব হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, আমাদের বাংলাদেশের মানুষ আজ ভালো নেই, চারিদিকে হাহাকার।ইতিহাস বিকৃতির মোচ্ছব চলছে। আজ জাতীয় শোক দিবসের ছুটি নেই, জাতির জনকের নাম মুছে ফেলা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে।
আমাদের ভুলে গেলে চলবে না যে, শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ দিয়েছেন এবং শেখ হাসিনা নতুন উন্নয়ন এর বাংলাদেশ দিয়েছেন। শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন বিশ্বের অনেক দেশই সহজভাবে গ্রহন করতে পারে নাই। তাই তাকে বার বার হত্যা করার চেষ্টা করা হয়েছে।
তারা আরো বলেন,বঙ্গবন্ধু প্রজ্ঞা ও আত্মত্যাগের প্রতীক এবং মৃত্যুর ৫০ বছর পরও তিনি জীবন্ত।
এবার ১৫ আগস্টে সারা বিশ্বে বাস্তবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণিত হয়েছে, বাঙালির হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অম্লান, অক্ষয় এবং চিরঞ্জীব। তিনি ছিলেন এবং আছেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে বাংলাদেশ এগুতে পারবে না। বঙ্গবন্ধু বিশ্ব দরবারে এক বরনীয় বীর।সারা বিশ্বের বঙ্গবন্ধুর অনুসারীরা আজ ঐক্যবদ্ধ।আমরা নিশ্চিত এই ঘোর অমানিশা শীঘ্রই কেটে যাবে ।
বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
