বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ১২তম লংবীচ কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত।

হ-বাংলা নিউজ:

খায়রুজ্জামান মামুনঃ বিপুল সংখ্যক মানুষের উপচেপড়া ভিড়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ১২তম লংবীচ কাইট ফেস্টিভ্যাল। সিটি অব লংবীচের প্রশান্ত মহাসাগরের তীরে রং বেরঙের ঘুড়িতে ছেয়ে গিয়েছিল কাইট ফেস্টিভ্যালের ভেন‍্যু।

স্থানীয় প্রবাসী বাঙালিদের সাথে উল্লেখযোগ্য বিদেশি অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গত ১৭ই আগস্ট রোজ রবিবার লংবীচের গ্রেনাডা বীচে সারাদিন ধরে চলা কাইট ফেস্টিভ্যালে উপস্থিত অতিথিদের মধ্যে দেখা গেছে আনন্দের জোয়ার। ফেসিফিক কাইট ক্লাবের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই জনপ্রিয় কাইট ফেস্টিভ্যাল।

বিভিন্ন ধরনের খেলাধুলা, শিশু কিশোরদের চিত্রাংকণ প্রতিযোগিতা, স্থানীয় প্রবাসী শিল্পীদের গানসহ নানাবিধ আয়োজন কাইট ফেস্টিভ্যাল এর আয়োজনে যোগ হয় নতুন মাত্রা। ঘুড়ি প্রেমিদের মোধ্য বিনামূল্যে বিতরণ করা হয় পাঁচ শতাধিক ঘুড়ি। ছাত্র ছাত্রীদের জন্য ছিল বিনামূল্যে ব‍্যকাপ‍্যাক বিতরণ।

ছিল খাবার, জুয়েলারির বাহারি দোকান। কাইট ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা জনাব সাইদ আবেদ নিপু ও ওমর হাসান মামুন জানিয়েছেন আগামীতে আরও অনেক বড় পরিসরে নতুন আয়োজন নিয়ে হাজির হবে এই লংবীচ কাইট ফেস্টিভ্যাল।

লংবীচ কাইট ফেস্টিভ্যাল ২০২৫ এর চেয়ারম‍্যান জনাব মিকাইল খান ও সভাপতি জনাব জিয়া শাওন ফেস্টিভ্যালে আগত অতিথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা আশা করি আগামীতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করব এই আয়োজনকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে।

উল্লেখ্য, লংবীচ কাইট ফেস্টিভ্যাল দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মোধ‍্যে তো বটেই উপরন্তু এই ফেস্টিভ্যাল দিনে দিনে আমেরিকার স্থানীয় বিভিন্ন কমিউনিটির মধ্যেও বেশ জনপ্রিয়তা পেয়ে চলেছে।

আয়োজকরা প্রত‍্যাশা করছেন ভবিষ্যতে এই লংবীচ কাইট ফেস্টিভ্যাল একটি আন্তর্জাতিক ইভেন্ট হিসেবে পরিচিতি লাভ করবে অচিরেই এবং তারা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *