হ-বাংলা নিউজ:
খায়রুজ্জামান মামুনঃ মরেনো ভ্যালী স্পোর্টস ক্লাবের বাৎসরিক আয়োজন Annual Sports & Cultural Day 2025 অনুষ্ঠিত হয়ে গেল গত ৯ই আগস্ট রোজ শনিবার।

অত্যন্ত প্রানবন্ত ও জাকজমকপূর্ণ এই আয়োজনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব প্যারিসের Bob Glass Gymnasium এ দিনব্যাপী অনুষ্ঠান মালা আগত অতিথিবৃন্দ উপভোগ করেন আনন্দ চিত্তে।

মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব (MVSC) এই অনুষ্ঠানের আয়োজক। প্রবাসী বাংলাদেশি একদল উদ্দ্যমী সংগঠক কয়েক বছর আগে এই স্পোর্টস ক্লাবটি প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে প্রতিবছর স্থানীয় প্রবাসীদের মনোরঞ্জনের জন্য বাৎসরিক এই ইভেন্ট টি বেশ সুনামের সাথে আয়োজন করে থাকেন। এবছরও এই ধারাবাহিকতা তারা বজায় রেখেছেন।

সিটি অব মরেনোভ্যালী, প্যারিস ও সান বার্নারডিনো’র মেয়রগণ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় দুইশতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যারাম, লুডু টুর্নামেন্ট ও ছোটদের খেলাধুলা সবকিছু মিলিয়ে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

স্থানীয় জনপ্রিয় সংগীত শিল্পীদের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করা হয়েছে। সারাদিন ব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে ছিল নগদ অর্থ এবং বাংলাদেশ থেকে আনীত আকর্ষণীয় ট্রফি। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে রয়েছে ক্যারাম টুর্নামেন্ট চ্যাম্পিয়নঃ সজীব/লাবু জুটি, রানার্সআপঃ মিন্টু/ ফিরোজ জুটি এবং তৃতীয় স্থানঃ সোহরাব/ আলীম জুটি।

মেয়েদের লুডু টুর্নামেন্টে বিজয়ীরা হলেন চ্যাম্পিয়নঃ মিস সোমা, রানার্সআপঃ মিস কিসমত, এবং তৃতীয় স্থানঃ মিস পাপিয়া। সকালের নাস্তা ও দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল আগত অতিথিদের জন্য। এছাড়াও বাহারি খাবারের স্টল, জুয়েলারি ও কাপড়ের দোকান ছিল কেনাকাটার জন্য। ২০২৫ সালের স্পোর্টস ডে সফলভাবে শেষ হওয়ায় এবং এতে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারদের (ইভেন্ট কমিটির সকল নেতৃবৃন্দকে, সকল স্পন্সরদের এবং ডোনারদের) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মরোনোভ্যালী স্পোর্টস ক্লাবের অন্যতম মুখপাত্র জনাব আল মাসুক এবং তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে আগামী বছরে আরো ভাল অনুষ্ঠান উপহার দিবে তার সংগঠন। উল্লেখ্য, মরেনোভ্যালী স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দের মোধ্য অন্যতম হলেন, জনাব শামীম আহমেদ, জনাব পলাশ রহমান, জনাব দেলোয়ার হোসেন, জনাব ফিরোজ আলম, জনাব আল মাসুক।
