Vote for Zohran, Vote for Our Future

হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের অংশগ্রহণে “Bangladeshis for Zohran” নামক একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

কমিটির প্রাথমিক কাঠামোতে ৪০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নিউইয়র্ক শহরের বিভিন্ন বোরোতে স্থানীয় লিডারদের সমন্বয়ে সাব-কমিটি গঠন করা হচ্ছে। Jamaica, Bronx, Manhattan, Brooklyn, Ozone Park ও Staten Island-সহ নানা এলাকায় কমিটির কার্যক্রম ছড়িয়ে পড়ছে।

কমিটির উদ্দেশ্য ও লক্ষ্য:

  • বাংলাদেশি ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে তাদের ভোটের মাধ্যমে মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত করা।
  • Zohran Mamdani-র মতো বাংলাদেশি-মূলের প্রার্থীদের সমর্থন ও প্রচারে ভূমিকা রাখা।
  • নতুন প্রজন্মের বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়িয়ে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলা।

কমিটির নেতৃত্ব:

  • আহ্বায়ক: মাহি সিয়ামুজ্জামান
  • মেম্বার সেক্রেটারি: ইঞ্জিনিয়ার আব্দুল মুঈদ
  • চিফ কো-অর্ডিনেটর: ফখরুল ইসলাম ডেলোয়ার
  • চেয়ার: মইন চৌধুরী
  • কো-চেয়ার: আরমান চৌধুরী
  • চিফ অ্যাডভাইজার: জিয়াউজ্জামান
  • সিনিয়র অ্যাডভাইজার: গিয়াস আহমেদ

সহ-আহ্বায়ক ও উপদেষ্টা পরিষদ:

  • কাজী ফৌজিয়া, কাজী আজম, কবির চৌধুরী, আলহাজ হাকিম, লাল চৌধুরী, ড. সাঞ্জেকুর রহমান
  • আবদুর রহিম হাওলাদার, তারিকুর রহমান, এএফএম জামান, সফদরাজ আহমেদ, সুমসুল ইসলাম, রাশাক মাইক
  • ফকরুল আলম, বাদশা হোসেন, আমিনুল ইসলাম, জহির চৌধুরী, বদরুল রহমান, আফসার খান
  • মাওলানা আবুল হাশেম, মো. করিম চৌধুরী

অন্য নেতৃবৃন্দ:

  • কো-অর্ডিনেটর: মো. আলাউদ্দিন, তরিকুল হোসেন বাদল, সুমন মুন্সী, নওশাদ হাওলাদার, জহিরুল রহমান, আনামুল হক, মো. জাবেদ উদ্দিন, কাইরুল কুকন, মেশা আব্দিন, মামুন ইসলাম, আনোয়ার খান, শেরাজী
  • জয়েন্ট সেক্রেটারি: শায়খুল হাসান, রাব্বিল কাদির
  • মিডিয়া অ্যাফেয়ার্স: প্রিসিলা ফাতেমা
  • ইয়ুথ কো-অর্ডিনেটর: ফারহান আবদুর রহমান (যার নেতৃত্বে ৭০,০০০+ ছাত্রছাত্রী স্কুল-কলেজে যুক্ত রয়েছে)

কমিটির প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা হলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ইঞ্জিনিয়ার আব্দুস সবহান। তার সঙ্গে আছেন সমাজসেবী ও সংগঠক ফখরুল ইসলাম ডেলোয়ার, যিনি দীর্ঘদিন ধরে কমিউনিটির জন্য কাজ করে আসছেন।

Bangladeshis for ZOHRAN কমিটির মাধ্যমে বাংলাদেশি অভিবাসীদের একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং প্রভাবশালী রাজনৈতিক অবস্থান তৈরি করাই হচ্ছে চূড়ান্ত লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *