উৎসবের পথে লংবীচ: কাইট ফেস্টিভ্যাল প্রস্তুতি সভা

হ-বাংলা নিউজ:  খায়রুজ্জামান মামুন,ঐতিহ‍্যবাহী লংবীচ কাইট ফেস্টিভ্যাল এর সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে গত ২৫শে জুলাই রোজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মিটিং।

এতে কাইট ফেস্টিভ্যালের নীতি নির্ধারণী পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।লংবীচ সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত লংবীচ কাইট ফেস্টিভ্যালের অন্যতম ব‍্যক্তিত্ব‍ জনাব ইশতিয়াক এ চিশতির বাসভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে আসন্ন লংবীচ কাইট ফেস্টিভ্যাল ২০২৫ এর সকল প্রস্তুতি এবং এর জন্য করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

দীর্ঘক্ষণ চলা বৈঠকে এবারের কাইট ফেস্টিভ্যাল যাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সুন্দর ঘোচানো এবং অংশগ্রহণ মূলক হয় এ ব‍্যপারে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ উঠে আসে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে।

এবারের কাইট ফেস্টিভ্যালে ঘুড়ি ওড়ানো ভালবাসে এমন সব অতিথিদের জন‍্য বিনামূল্যে ৫শতাধিক ঘুড়ি বিতরণের পরিকল্পনা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে।

এছাড়াও স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে দুই শতাধিক ব‍্যকাপ‍্যাক ও স্কুল সরঞ্জামাদি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ আকর্ষণ ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা থাকবে এবারের ফেস্টিভ্যালের মুল আকর্ষণ যার জন্য ইতিমধ্যেই সুদূর বাংলাদেশ থেকে আনা হয়েছে বিশেষায়িত(মাজা দেওয়া) সুতা এবং লাটাই।

ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকছে বিশেষ পুরস্কার। ফেস্টিভ্যালে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে ব‍্যন্ড সংগীত এবং স্থানীয় জনপ্রিয় শিল্পীদের জমজমাট গান।

ছোটদের ছবি অংকন ও বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা। আগামী ১৭ই আগস্ট রোজ রবিবার লংবীচ কাইট ফেস্টিভ্যালে পরিবার পরিজন নিয়ে সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের অংশগ্রহণ করার জন‍্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবারের লংবীচ কাইট ফেস্টিভ্যালের চেয়ারম্যান জনাব মিকাইল খান ও কনভেনর জনাব ওমর হাসান মামুন।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এবারের লংবীচ কাইট ফেস্টিভ্যালের সর্বশেষ অগ্রগতি ও সার্বিক দিক তুলে ধরেন লংবীচ কাইট ফেস্টিভ্যালের অন্যতম উদ্যোক্তা জনাব সাইদ আবেদ নিপু।বৈঠক শেষে নেতৃবৃন্দ রাতের খাবার সারেন এক সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *