হ-বাংলা নিউজ:
নিউইয়র্ক, ১৬ জুলাই ২০২৫: বাংলাদেশ সোসাইটি ইনক ও নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ Small Business Services Workshop।
এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই ২০২৫ সোমবার, সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত, বাংলাদেশ সোসাইটি ভবনে ( 86-24 Whitney Ave., Elmhurst, NY 11373 )
ওয়ার্কশপে যা থাকছে:
Start & Launch: ব্যবসা পরিকল্পনা, পারমিট, লাইসেন্স ও শুরু করার জন্য প্রাথমিক সহায়তা।
Operate & Grow: ফ্রি লিগ্যাল সহায়তা, ফাইন্যান্সিং, কর্মী নিয়োগ ও ট্রেনিং এবং কমপ্লায়েন্স সহায়তা।
Sell to Government: M/WBE সার্টিফিকেশনসহ সরকারি কন্ট্রাক্টের জন্য আবেদন প্রক্রিয়ায় সহায়তা।
Special Programs: নারীদের, কৃষ্ণাঙ্গ উদ্যোক্তা ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ সহায়তা।
বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে যাদের ক্ষুদ্র ব্যবসা আছে বা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই ওয়ার্কশপটি অত্যন্ত উপকারি হতে পারে। অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ এবং সরকারি সুযোগ-সুবিধা লাভের বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা পাবেন।
সমস্ত আগ্রহী ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কমিউনিটির সদস্যদের নির্দিষ্ট সময়মতো উপস্থিত থাকার জন্য বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।
যোগ দিন — আপনার স্বপ্নের ব্যবসার প্রথম ধাপটি নিন আজই!
