আটলান্টিক সিটিতে গুরু  পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা

 হ-বাংলা নিউজ: 

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:

 গত ১০ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার  নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গুরু পূর্ণিমা

উপলক্ষে   ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা , ভজন, কীর্তন ইত্যাদি।

গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর বিশেষ দিনই হল গুরু পূর্ণিমা । আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। 

হিন্দু  ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা

পালিত হয়ে আসছে।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার,

আন্না মিত্র , প্রদীপ দে, গঙ্গা সাহা,সজল চক্রবর্তী,দীপা দে জয়া,ঝুমুর বিশ্বাস , মিনু নন্দী, সুপ্রীতি দে, বর্ষা,

প্রমুখ  ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

ধর্মসভা শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *