হ-বাংলা নিউজ: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছেআবহাওয়ার এ পূর্বাভাসে অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ওমর ফারুক স্বাক্ষর করেছেন। পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, যেখানে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময়ের মধ্যে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুরে, ২১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজকের এক সমুদ্র সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে ঝড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
