হ-বাংলা নিউজ:
গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তৈরি খসড়া চুক্তির মূল বিষয়বস্তু আল জাজিরার হাতে এসেছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ৬০ দিনের মেয়াদে পূর্ণ নিশ্চয়তা দেবেন।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই চুক্তির আওতায় ১০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হবে এবং ১৮ জন ইসরায়েলি বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়া হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত রাখা হবে। খাবারসহ প্রয়োজনীয় দ্রব্য জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক সংস্থার নির্ধারিত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের সব আক্রমণাত্মক অভিযান বন্ধ রাখবে। এছাড়া প্রতিদিন ১০ ঘণ্টা করে সামরিক নজরদারি এবং অন্যান্য তৎপরতা স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়ে ইসরায়েলি বাহিনী উত্তর গাজা, নেতজারিম করিডোর এবং দক্ষিণ গাজা থেকে নিজেদের সেনা পুনর্বিন্যাস করবে।
প্রস্তাবে উল্লেখ রয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতির সময়েই একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু করতে হবে।
এর আগে শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। তিনি এটিকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আশা করছি, আগামী সপ্তাহেই একটি চুক্তি হতে পারে।”
