হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুনঃ দীর্ঘ পরিক্ষা নিরীক্ষা, সিনিয়র নেতাদের দেন দরবার, দলের বৃহত্তর স্বার্থ সংরক্ষণ ত্যাগী নেতাদের মুল্যায়ণ, নতুন নেতৃত্বকে জায়গা দেওয়া ইত্যাদি নানারকমের চ্যালেঞ্জ মুকাবিলা করে অবশেষে কেন্দ্রের অনুমোদিত ২০২৫ /২০২৭ ক্যালিফোর্নিয়া শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুস্টিত হলো গত ৩০শে জুন সোমবার লস এন্জেলেস শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অনুপমা রিয়া অডিটোরিয়ামে ।অনাড়ম্বর এই আয়োজনে কমিটিতে স্হান হওয়া নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাবেক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ ।নবাগত কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সৈনিকএবং জনাব তারেক রহমান এর নতুন বাংলাদেশ গঠনে ৩১ দফা বাস্তবায়ন আন্দোলনের পরিক্ষিত কর্মীরা যারা প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী নিবেদিতপ্রাণ।

নতুন কমিটিতে স্থান পায়া রাজনৈতিকভাবে অভিজ্ঞ, শিক্ষিত, তরুণ ও সমাজসেবায় আত্মনিয়োগকারী নেতারা ক্যালিফোর্নিয়ী প্রবাসী বাংলাদেশী কমিটিতে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের দৃঢ় অবস্থানকে আরো সুদৃঢ় করাসহ সমগ্র যুক্তরাষ্ট্রে বিএনপির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিটিতে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব বদরুল আলম চৌধুরী (শিপলু), তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব এম. ওয়াহিদ রহমান।

হলিউডের অদুরে মনোরম পরিবেশে অত্যান্ত সৌহার্দ্যপুর্ণ আবেশে কমিটি প্রকাশের প্রাক্কালে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতিচারণ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। জনাব বদরুল আলম চৌধুরী শিপলু কে সভাপতি এবং এম ওয়াহিদ কহমানকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দিয়ে ৬১ সদস্যের ক্যালিফোর্নিয়া বিএনিরি কমিটি অনুমোদন এর অনুমতি প্রদান করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় ।

কমিটি অনুমোদন দেয়ায় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আনুস্ঠানে আগত বিএনপির নেতা কর্মী , আমন্ত্রিত অতিথি ও কমিটিতে স্হান পাওয়া সকলকে ধন্যবাদ জানান সভাপতি ও সাধারণ সম্পাদক ।

সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা কর্মীদের সমর্থন প্রদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নবনির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। অনুষ্ঠানে যুগ্ন সম্পাদক সৈয়দ কেক কেটে ফুলের শুভেচ্ছায় অভিষিক্ত হয় নির্বাচিত নেতৃবৃন্দ।
