ইন্টারনাল মেডিসিনে সফল যাত্রা ডা. তৌফিকের

হ-বাংলা নিউজ: অ্যাটলান্টিক সিটি, নিউ জার্সি – অ্যাটলান্টিক সিটির বাসিন্দা, ডা. তৌফিক ইমতিয়াজ সম্প্রতি নিউ ইয়র্ক মেডিকেল কলেজ/সেন্ট ক্লেয়ার্স হেলথ-এর অধীনে ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি সফলভাবে সম্পন্ন করেছেন। ২০২২ সালে শুরু হওয়া এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার মাধ্যমে তিনি তার পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করলেন।

এই অর্জন উদযাপন করতে, রেসিডেন্সি প্রোগ্রামের পক্ষ থেকে নিউ জার্সির দ্য ভেনিশিয়ান-এ একটি জমকালো গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, সহকর্মী এবং পরিবারের সদস্যরা, যারা গ্র্যাজুয়েটদের এই গৌরবময় মুহূর্তে সম্মান জানাতে একত্রিত হন।প্রশিক্ষণ চলাকালীন, ডা. ইমতিয়াজ অসাধারণ চিকিৎসা দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দেন। তার নিষ্ঠা ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে তাকে রেসিডেন্সি প্রোগ্রামের চিফ রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সফল অবদানের জন্য তিনি বিশেষ সম্মাননায় ভূষিত হন।

গ্র্যাজুয়েশন শেষে ডা. ইমতিয়াজ নিউ ইয়র্ক মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বিভাগের ফ্যাকাল্টি হিসেবে যোগ দিচ্ছেন। সেখানে তিনি নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ ও পরামর্শদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকবেন — যা তার একাডেমিক মেডিসিন এবং শিক্ষার প্রতি গভীর অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ডা. তৌফিক ইমতিয়াজ বাংলাদেশের প্রাক্তন কাস্টমস কর্মকর্তা জনাব আলাউদ্দিন আহমেদ এবং মিসেস কুমরুন নাহারের পুত্র। তিনি অ্যাটলান্টিক সিটির মারকেন্টাইল ডিরেক্টর ও সাউথ জার্সির বাংলাদেশি কমিউনিটির সভাপতি, জনাব জহিরুল ইসলাম বাবুলের শ্যালক।

নিজ শেকড়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে ডা. ইমতিয়াজ অ্যাটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে আগ্রহী তরুণ বাংলাদেশি-আমেরিকান চিকিৎসকদের সহায়তা ও পরামর্শ দিতে, যারা যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় প্রবেশ করতে আগ্রহী। ডা. ইমতিয়াজের এই কৃতিত্ব তাঁর পরিবার এবং বৃহত্তর সাউথ জার্সি কমিউনিটির জন্য গর্বের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *