আপন আলোয় উদ্ভাসিত তানজিয়া চৌধুরী 

হ-বাংলা নিউজ:


নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্রী তানজিয়া চৌধুরী তৃতীয় স্হান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সে বোস্টন বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে।

 তানজিয়া চৌধুরীর জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে।

তার বাবা মরহুম মইনুল ইসলাম ও মা রুকিয়া চৌধুরী । তারা এক বোন চার ভাই,সে সবার ছোট ।তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের  সিলেটের বরইকান্দিতে।

ছোটবেলা থেকেই  তানজিয়া চৌধুরী লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল।তার অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে ।

তার প্রিয় ব্যক্তিত্ব তার মা।

সে বোস্টন বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে।পেশাগত জীবনে তার ইচ্ছা নামকরা নিউরোলজিস্ট বিশেষজ্ঞ হওয়ার ,আর তা হতে পারলে তার অদম্য বাসনা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।

তার অসামান্য কৃতিত্বের পেছনে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। 

উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- পড়ালেখাতেই ফোকাস করো, স্বপ্নবান হও এবং স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও ।মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সে ছাত্র- ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আটলান্টিক সিটিতে  বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন তানজিয়া চৌধুরী তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *